thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৩ মার্চ 25, ২৯ ফাল্গুন ১৪৩১,  ১৩ রমজান 1446

মিসরে সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৪৯

২০১৪ জানুয়ারি ২৬ ১৮:০৮:৫০
মিসরে সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৪৯

দ্য রিপোর্ট ডেস্ক : মিসরে সাবেক স্বৈরশাসক হোসনি মোবারকের উৎখাতের তৃতীয় বর্ষপূর্তি উদযাপনকে কেন্দ্র করে সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৪৯ এ দাঁড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় রবিবার জানিয়েছে, সহিংসতা চলাকালে কায়রোসহ অন্য প্রদেশে আহত হয়েছে অন্তত ২৫০ জন। খবর আল জাজিরার।

মিসরে বিপ্লবের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে শনিবার দেশজুড়ে বিক্ষোভ প্রদর্শনের সময় রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সরকারবিরোধী বিক্ষোভকারীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছে বলে দাবি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বন্দুক, পেট্রোলবোমা, আগ্নেয়াস্ত্রসহ অন্য অস্ত্র বহন করার অপরাধে এ পর্যন্ত ১০৭৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে সিনাই উপদ্বীপে সেনা সদস্যদের বহনকারী বাসে বন্দুকধারীর হামলায় চার সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। ওই উপদ্বীপে শনিবার রকেট হামলায় সেনাবাহিনীর একটি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার খবর পাওয়া গেছে।

প্রসঙ্গত, ২০১১ সালের ২৫ জানুয়ারি এক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মিসরের সাবেক স্বৈরশাসক হোসনি মোবারকের পতন হয়। এরপর থেকেই মিসরের চলমান রাজনৈতিক সঙ্কটের সূচনা হয়।

(দ্য রিপোর্ট/আরজে/এসকে/সা/ এনআই/জানুয়ারি ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর