thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ

২০১৪ জানুয়ারি ২৬ ১৯:১৮:৩৭
বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ

বেনাপোল সংবাদদাতা : ভারতের প্রজাতন্ত্র দিবসে সরকারি ছুটি থাকায় রবিবার বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ রয়েছে।

তবে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দরের পণ্য উঠানামা ও শুল্ক বিভাগের সব কাজকর্ম স্বাভাবিক নিয়মে চলছে। বেনাপোল শুল্ক ভবনের যুগ্ম-কমিশনার ফাইজুর রহমান দ্য রিপোর্টকে এ তথ্য জানিয়েছেন।

ভারতের পেট্রাপোল শুল্ক স্টেশনের ক্লিয়ারিং এজেন্টের সাধারণ সম্পাদক রমেজ সেন জানান, রবিবার ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় বন্দরের কাজকর্ম বন্ধ রয়েছে। সোমবার সকাল থেকে উভয় বন্দরের মধ্যে পুরোদমে আমদানি-রফতানি চলবে।

বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে সীমান্ত বাণিজ্য বন্ধ থাকায় উভয় সীমান্তে শত শত পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে বলে জানান বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) ড. আনোয়ার হোসেন মল্লিক।

(দ্য রিপোর্ট/জেএস/এআইএম/এনডিএস/সা/জানুয়ারি ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর