thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

‘স্থানীয় সরকারের ক্ষমতায়ন দিবস’ পালন করবে সিপিবি-বাসদ

২০১৪ জানুয়ারি ২৬ ১৯:২৮:৪২
‘স্থানীয় সরকারের ক্ষমতায়ন দিবস’ পালন করবে সিপিবি-বাসদ

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) আগামী ৩ ফেব্রুয়ারি দেশব্যাপী ‘স্থানীয় সরকারের ক্ষমতায়ন দিবস’ পালন করবে।

দিবসটি উপলক্ষে ৩ ফেব্রুয়ারি বিকেল সাড়ে তিনটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সিপিবি ও বাসদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রবিবার এ কর্মসূচির কথা জানায় দল দু’টি।

বিবৃতিতে বলা হয়, উপজেলা পরিষদসহ স্থানীয় সরকারকে শক্তিশালী ও স্বশাসিত করার দাবিতে সারাদেশে জেলা-উপজেলায় বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন, মিছিল ইত্যাদি কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হবে।

বিবৃতিতে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ ও বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামানের উদ্বৃতি দিয়ে দিবসটি পালনের মাধ্যমে স্থানীয় সরকারের ক্ষমতায়ন ও স্বশাসন প্রতিষ্ঠার সংগ্রামকে অগ্রসর করতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

(দ্য রিপোর্ট/সাআ/এআইএম/এনডিএস/সা/জানুয়ারি ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর