thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

মগবাজারে রেললাইনে পড়ে শিশুসহ নিহত ২

২০১৪ জানুয়ারি ২৬ ১৯:৫৪:২২

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মগবাজারের ওয়ারলেস গেট এলাকায় রেললাইনে পড়ে আঘাত পেয়ে শিশুসহ দু’জন প্রাণ হারিয়েছে।

আঘাত পাওয়া লাল মাহমুদ ওরফে ভুট্টো (৩৫) রবিবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। তার বাবার নাম শুকুর মাহমুদ। সে মগবাজার ওযারলেস গেট সংলগ্ন এক বস্তিতে থাকত।

নিহতের বোন ফুলবানু জানায়, কমলাপুরগামী একটি ট্রেন সকাল সাড়ে ৯টার দিকে রেললাইন অতিক্রম করছিল। এ সময় ট্রেনের লাইনে দাঁড়িয়ে ছিল লাল মাহমুদ। ট্রেন দেখে দ্রুত পিছিয়ে আসার সময় সে পড়ে যায়। এতে পাথরের সঙ্গে মাথা লেগে মারাত্মক আহত হয় সে। এরপর তাকে গুরুতর আহত অবস্থায় ঢামেকে ভর্তি করা হয়।

এ ছাড়া অপর আহত শিশু আমিনুল ইসলাম (৪) ঢামেকের জুরুরি বিভাগে চিকাৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে মারা যায়।

সেও ওই একই বস্তিতে থাকে। শিশুটির বাবা আব্দুল কুদ্দুস জানায়, প্রতিদিনই ট্রেন থেকে কেউ না কেউ চকোলেট বা বিস্কিটের প্যাকেট ফেলে। সে কয়েকজন শিশুর সঙ্গে এগুলো কুড়াতে গিয়েছিল। কুড়ানোর সময় ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে তার।

দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেকের ক্যাম্প ইনজার্জ পরিদর্শক মোজাম্মেল হক জানান, সংশ্লিষ্ট রেলওয়ে থানায় বিষয়টি অবহিত করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এসআর/এআইএম/এসকে/জানুয়ারি ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর