thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

বিএনপির যৌথসভা সোমবার সকালে

২০১৪ জানুয়ারি ২৬ ২০:১৪:১৫
বিএনপির যৌথসভা সোমবার সকালে

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার সকাল ১১টায় যৌথসভা করবে দলটি। বিএনপি, মহানগর বিএনপি ও দলটির সব অঙ্গ সংগঠনের নেতাকর্মী এতে অংশ নেবেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে।

পূর্বঘোষিত বুধবারের কালোপতাকা মিছিল সফল করার লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

এদিকে একই দিন আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সোমবার রাত সাড়ে ৭টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে কার্যালয় সূত্র নিশ্চিত করেছে।

(দ্য রিপোর্ট/এমএইচ/এনডিএস/এনআই/জানুয়ারি ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর