thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতির ২ দিনের রিমান্ড

২০১৪ জানুয়ারি ২৬ ২০:১৫:২০
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতির ২ দিনের রিমান্ড

দ্য রিপোর্ট প্রতিবেদক : ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আমিনুল হক রবিবার এ আদেশ দেন।

রাজধানীর মতিঝিল থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরণের মামলায় (৫/৫/২০১৩) পুলিশ ৫ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল কাদের ভূঁইয়া জুয়েলকে গত ২৮ নভেম্বর গভীর রাতে উত্তরার ১৩ নম্বর সেক্টরের ২০ নম্বর রোডের একটি বাসা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) । পরে তাকে পল্টন থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়। পর্যায়ক্রমে তাকে শাহবাগ, রমনা, মতিঝিল,পল্টনসহ বিভিন্ন থানার ৭৫ মামলায় আটক দেখানো হয়েছে। এর মধ্যে ৮টি মামলা বিচারাধীন এবং বাকি ৬৭টি মামলা তদন্তাধীন অবস্থায় রয়েছে। এখন পর্যন্ত তাকে ২২ দিনের পুলিশি রিমান্ড নেওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/জেএ/এনডিএস/ এনআই/জানুয়ারি ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর