thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

আমরা এখনো আশাবাদী : আশরাফ

২০১৩ নভেম্বর ০২ ১৩:০৫:২৫
আমরা এখনো আশাবাদী : আশরাফ

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : এলজিআরডি মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সমস্যা সমাধানে সংলাপের বিকল্প নেই। বিরোধী দল চাইলে যেকোনো সময় সংলাপে বসতে পারে। আমরা এখনো আশাবাদী, সব দলের সঙ্গে আলোচনার মাধ্যমে এবং সব দলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের মানুষ জানুয়ারির মধ্যেই নতুন সরকার পাবে।

রাজধানীর ওসমানী মিলনায়তনে ৪২তম জাতীয় সমবায় দিবসের উদ্বোধন শেষে শনিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আলোচনার জন্য হরতাল কোনো সমস্যা নয়। আমাদের উদ্দেশ্য আলাপ-আলোচনার মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা। অতীতেও সমস্যার সৃষ্টি হয়েছে, রাজনীতিবিদরা আলাপ-আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীর কবির নানক।

(দিরিপোর্ট২৪/এ/এএস/জেএম/নভেম্বর ০২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর