thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

মণিরামপুর থানার ওসি প্রত্যাহার

২০১৪ জানুয়ারি ২৬ ২২:১৯:৪৪
মণিরামপুর থানার ওসি প্রত্যাহার

যশোর সংবাদদাতা : যশোরের মণিরামপুর উপজেলার হাজরাইল ঋষিপাড়ায় গণধর্ষণের ঘটনা নিয়ে দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দেওয়ায় থানার ওসিকে পুলিশ সুপারের কার্যালয়ে প্রত্যাহার করা হয়েছে। রবিবার সন্ধ্যায় যশোর পুলিশ সুপার এ আদেশ দেন।

মণিরামপুরের বিভিন্ন এলাকায় নির্বাচনপূর্ব ও নির্বাচনোত্তর সহিংস ঘটনা ঘটে। এ সব ঘটনার মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর ভাঙচুর, লুটপাট, মারধর, নারী নির্যাতন ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিশেষ করে উপজেলার হাজরাইল ঋষিপল্লীতে দুই গৃহবধূ গণধর্ষণের শিকার হন।

ওই বিষয়ে সম্প্রতি সাংবাদিকদের কাছে ওসি বলেন, ‘ঋষিপল্লীর গৃহবধূরা ধর্ষণের শিকার হননি।’ এ খবর পত্রিকায় প্রকাশিত হলে রবিবার মণিরামপুর থানার ওসি মীর রেজাউল হোসেনকে প্রত্যাহার করা হয়।

পুলিশ সুপার জয়দেব ভদ্র জানান, মণিরামপুরের ঋষিপল্লীর ঘটনাকে কেন্দ্র করে দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দেওয়ায় ওসিকে প্রত্যাহার করা হয়েছে।

(দ্য রিপোর্ট/জেএম/এনডিএস/ এনআই/জানুয়ারি ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর