thereport24.com
ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি 25, ২২ পৌষ ১৪৩১,  ৫ রজব 1446

নাসিরুদ্দীন হোজ্জার গল্প থেকে

২০১৪ জানুয়ারি ২৭ ০০:০৫:০২



(১) জমজ ভাই

হোজ্জার গ্রামে যমজ ভাই ছিল। একদিন শোনা গেল, ওই যমজ ভাইদের একজন মারা গেছে। রাস্তায় ওই যমজ তাদের একজনকে দেখে হোজ্জা দৌড়ে গেলেন তার দিকে। জিজ্ঞেস করলেন, ‘তোমাদের মধ্যে কোন জন মারা গেছে- তুমি না, তোমার ভাই?’

(২) ওজন

একদিন হোজ্জা গাধার পিঠে লবণ বোঝাই করে বাজারের দিকে রওনা দিলেন। পথে একটা নদী পড়ল। গাধাসহ নদী পার হলেন। কিন্তু নদীর পানিতে লবণ গলে একাকার। পণ্য হারিয়ে হোজ্জা বিরক্ত। গাধা তো মহাখুশি বোঝা থেকে বেঁচে গিয়ে।… এর পরেরবারও হোজ্জা ওই পথ দিয়ে গেলেন, তবে এবার তুলা বোঝাই করে। গাধা যখন নদী পার হল তখন তুলা ভিজে ওজন বেড়ে গেল। গাধা ওজনদার মাল নিয়ে টলমল পায়ে এগিয়ে যেতে লাগল।
‘হাহ্’ হোজ্জা চেঁচিয়ে বললেন, ‘ভেবেছিলি প্রতিবার পানি দিয়ে গেলে পিঠের ওপরের মালের ওজন কমে যাবে, তাই না?

(৩) কুর্তা উপর থেকে নীচে ফেলা

একরাতে হোজ্জার প্রতিবেশী হোজ্জার বাসা থেকে ভারী কিছু পড়ার শব্দ পেল। পরদিন সকালে তাদের দেখা হলে প্রতিবেশী হোজ্জাকে জিজ্ঞাস করলেন।
‘ভাই সাহেব, গতকাল আপনার বাসা থেকে ভারী কিছু পতনের শব্দ শুনলাম, কি হয়েছে?’
‘আর বলবেন না, কালকে আমার বিবি রাগ করে আমার কুর্তা উপর থেকে নীচে ফেলে দেয়।’
‘কুর্তা ফেলে দিলে এত শব্দ হয়!’ প্রতিবেশী বিস্ময়।
‘কুর্তার ভেতর তো আমিও ছিলাম।’ হোজ্জার ত্বরিত উত্তর।

সংগ্রহে : শামীম রেজা, ইটনা, কিশোরগঞ্জ

পাঠকের মতামত:

SMS Alert

ছেলেবেলাপুর এর সর্বশেষ খবর

ছেলেবেলাপুর - এর সব খবর