thereport24.com
ঢাকা, রবিবার, ১২ মে 24, ২৯ বৈশাখ ১৪৩১,  ৪ জিলকদ  1445

ফ্লপ ‘আই ফ্রাঙ্কেস্টাইন’

২০১৪ জানুয়ারি ২৭ ০৫:১৭:২২
ফ্লপ ‘আই ফ্রাঙ্কেস্টাইন’

দ্য রিপোর্ট ডেস্ক : হলিউড বক্স অফিসে ফ্লপ মুভির তালিকায় নাম উঠল আমেরিকান-অস্ট্রেলিয়ান ফ্যান্টাসি অ্যাকশন থ্রিলার মুভি ‘আই ফ্রাঙ্কেসটাইন’র। খবর কন্টাক্ট মিউজিকের।

২৪ জানুয়ারি মুক্তি পাওয়া মুভি ‘আই ফ্রাঙ্কেস্টাইন’ দর্শকদের মধ্যে সাড়া জাগাতে ব্যর্থ হয়।

কন্টাক্ট মিউজিকের রিপোর্টে জানা যায়, দুর্বল চিত্রনাট্য ও অভিনয়ের কারণেই মূলত ৬৫ কোটি ডলার বাজেটে নির্মিত এ সিনেমাটি দর্শক ও সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করতে ব্যর্থ হয়। মুক্তির তিন দিনে মাত্র ২.৮ কোটি ডলার আয় করে প্রচার সংস্থা ও প্রযোজকদের প্রত্যাশায় জল ঢেলে দেয় মুভিটি। সেই সঙ্গে ২০১৪ সালের ফ্লপ মুভির তালিকায়ও জায়গা করে নেয়।

আগামী ২৯ জানুয়ারি যুক্তরাজ্যে মুক্তি পাবে ‘আই ফ্রাঙ্কেসটাইন’। যুক্তরাজ্যের দর্শকদের মনে মুভিটি কতটা জায়গা করে নিতে পারে এখন সেটাই দেখার অপেক্ষা।

(দ্য রিপোর্ট/পিআর/জেএম/শাহ/জানুয়ারি ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর