thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

‘মায়া নেকড়ে’ পরিবারের নতুন সদস্য

২০১৩ নভেম্বর ০২ ১৩:৫৮:২৫
‘মায়া নেকড়ে’ পরিবারের নতুন সদস্য

দিরিপোর্ট২৪ ডেস্ক : পায়ের আঙ্গুল থেকে মাথা, সারা শরীরেই লোমে আবৃত সদ্য জম্ম নেয়া শিশুটির। মায়া নেকড়ে পরিবারের নতুন সদস্য সে।

না, চমকে উঠবেন না। রূপকথার মায়া নেড়কে নয়। পরিবারের সদস্যের শরীরে লোমের আধিক্যের কারণেই এ উপাধি জুটেছে পরিবারটির।

চিকিৎসা বিজ্ঞানের ভাষায় শরীরে লোমের আধিক্য থাকা এক ধরনের রোগ। রোগটির নাম ওয়্যারউলফ সিনড্রোম।

২২ দিন বয়সী ছোট্ট মেয়ে শিশুটিও এ রোগে আক্রান্ত। পরিবারের কাছ থেকেই এ রোগের জিন পেয়েছে শিশুটি।

শিশুটির মা সবিতা সামভাজি রাউত (২৬) বংশানুক্রমে পাওয়া এ রোগের জন্য মেয়ের ভবিষ্যত নিয়ে শঙ্কিত। তবে তিনি ভাগ্যকে মেনে নিয়েছেন।

সবিতার সাবিত্রি, লক্ষী ও মনিষাও এ রোগে আক্রান্ত। ভারতের মাধবনগরের বাসিন্দা সবিতা বলেন, ‘মেয়ে বেঁচে আছে, এতেই আমি খুশি। তবে, এ রোগের জন্য চিন্তা হয়।’

তিনি আরো বলেন, ‘আমি ওর ভবিষ্যত নিয়ে চিন্তিত। তবে ইশ্বর বোধহয় এটাই চেয়েছিলেন।’

ওয়্যারউইফ সিনড্রম নিয়ে জন্ম নেয়া বিশ্বের অল্প কিছু মানুষের মধ্যে তার মেয়ে একজন। তবে, এসব কারণে মোটেই উদ্বিগ্ন নন মেয়েটির বাবা মিলিন্দ। তিনি জানান, মেয়ে হওয়াতেই তিনি খুব খুশি।

হাইপারট্রিসোসিস নামে পরিচিত এ রোগটি নিরাময়ের কোনো উপায় নেই। রোগটির দুই ধরনের হতে পারে। এক ধরনের হাইপারট্রিসোসিসে লোম সারা শরীরে ছড়িয়ে পড়ে। আর কোনো কোনো ক্ষেত্রে শুধু শরীরের নির্দিষ্ট অংশ লোমে আবৃত হয়।

শুধু জন্মগতভাবেই নয়। পরবর্তীতেও এ রোগে আক্রান্ত হতে পারেন কেউ। সূত্র: ডেইলি মেইল।

(দিরিপোর্ট২৪/কেএন/জেএম/নভেম্বর ০২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর