thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

নয়াদিল্লিতে ফের চলন্ত গাড়িতে ধর্ষণ

২০১৪ জানুয়ারি ২৭ ১০:২০:৪৭
নয়াদিল্লিতে ফের চলন্ত গাড়িতে ধর্ষণ

দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের রাজধানী নয়াদিল্লিতে ফের চলন্ত গাড়িতে ধর্ষণের শিকার হলেন এক তরুণী। ২৮ বছর বয়সী ওই বিবাহিত তরুণীকে তার বন্ধু রবিবার ধর্ষণ করে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, রবিবার সন্ধ্যায় পূর্ব দিল্লির আনন্দ বিহার বাস টার্মিনালে বসে কাঁদছিলেন ওই তরুণী। সেখান থেকে তাকে উদ্ধার করে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়।

ওই তরুণী অভিযোগ করেন, গাড়িতে দুই বন্ধুর সামনে তাকে ধর্ষণ করা হয়। তিনি বাধা দিলে তিনজন মিলে তাকে মারধর করেন বলেও জানান ওই তরুণী।

ওই তরুণীকে কারখানায় চাকরির প্রলোভন দেখিয়ে তার বন্ধু ডেকে আনে বলে জানিয়েছে পুলিশ।

অভিযুক্তের খোঁজে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। সূত্র : এনডিটিভি।

(দ্য রিপোর্ট/কেএন/জেএম/শাহ/জানুয়ারি ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর