thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

রাজধানীর দক্ষিণখান থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

২০১৪ জানুয়ারি ২৭ ১০:৪০:৩১
রাজধানীর দক্ষিণখান থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে মোস্তাফিজার (৩৫) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাত ১২টার দিকে মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত যুবক রংপুর জেলার পীরগঞ্জের মৃত আলীম উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে উত্তরখান আটিপাড়া জামাল মাতাব্বরের বাড়িতে ভাড়া থাকতেন।

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশিদ তালুকদার জানান, গতকাল রাত ১০টার দিকে সায়েদাবাদ টেনেসফিটার মোড়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোস্তাফিজারের ছেলে হাসানকে স্থানীয়রা মারধর করে। পরে মোস্তাফিজার প্রতিবাদ করে। বিতর্কের এক পর্যায়ে মোস্তাফিজারকেও মারধর করে স্থানীয়রা। এ সময় তিনি মাটিতে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সায়েদাবাদ এলাকার একটি হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের জন্য পুলিশ ১২টার দিকে মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় স্থানীয় রুবেল জাকির ও লিটনের নামে মৃত ব্যক্তির স্ত্রী হাসিনা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন বলে ওসি জানান।

(দ্য রিপোর্ট/এসআর/ইইউ/এমসি/শাহ/জানুয়ারি ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর