thereport24.com
ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল 25, ১৭ বৈশাখ ১৪৩২,  ২ জিলকদ  1446

বিদ্রোহী সংসদ সদস্য বিনোদকে বহিষ্কার এএপির

২০১৪ জানুয়ারি ২৭ ১১:০৬:১৫
বিদ্রোহী সংসদ সদস্য বিনোদকে বহিষ্কার এএপির

দ্য রিপোর্ট ডেস্ক : দলের বিদ্রোহী সংসদ সদস্য বিনোদ কুমার বিন্নিকে বহিষ্কার করেছে আম আদমি পার্টি।

এএপি এক বিবৃতিতে জানিয়েছে, ‘দল ও দলের নেতৃত্বের বিরুদ্ধে জনসম্মুখে মিথ্যা বিবৃতি দেওয়ার অভিযোগে বিনোদকে দল থেকে বহিষ্কার ও তার সংসদ সদস্য পদ বাতিল করা হয়েছে।’

নয়াদিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ‘মিথ্যুক’ ও ‘স্বৈরশাসক’ বলার দুই সপ্তাহের মধ্যে তার বিরুদ্ধে এ পদক্ষেপ নিল এএপি। এএপি দলের মূলনীতি ও নির্বাচনী প্রতিশ্রুতি থেকে সরে আসছে বলেও অভিযোগ করেছিলেন বিন্নি।

এদিকে বহিষ্কারের পর বিন্নি জানান, দিল্লির সমস্যা নিয়ে কথা বলার জন্য বহিষ্কার করা হলে এর মতো দুর্ভাগ্যজনক আর কিছু নেই। তিনি কেজরিওয়ালের নেতৃত্বাধীন দিল্লি সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করার হুমকি দিয়েছিলেন।

তিনি দাবি করেন, বহিষ্কারের ব্যাপারে তাকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তিনি গণমাধ্যম থেকে এ ব্যাপারে জেনেছেন।

তিনি আরও বলেন, ‘এএপির অনেক সংসদ সদস্য দলের প্রতি হতাশ। তাদের আজ আমার সঙ্গে বিক্ষোভে যোগ দেওয়ার কথা ছিল। এ জন্যই হয়ত আমাকে বহিষ্কার করা হয়েছে।’

তবে এই বষ্কিকার সদ্যগঠিত এএপি সরকারের ওপর প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।

১৬ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে সাবেক কংগ্রেস নেতা বিন্নি দলের ওপর সরাসরি আক্রমণ করেন। তিনি বলেন, ‘দলটি গণতান্ত্রিকভাবে চলছে না। দলের পাঁচজন ব্যক্তি সব সিদ্ধান্ত নিচ্ছেন। কেউ কেজরিওয়ালের মতের বিরুদ্ধে গেলে রেগে যান তিনি। তিনি একজন স্বৈরশাসক। কেউ তার বিরুদ্ধে বললেই তিনি চিৎকার শুরু করেন।’

৩৯ বছর বয়সী বিন্নি আরও অভিযোগ করেন, দল ‘অন্যায্য’ভাবে নির্বাচনী মনোনয়ন দিয়েছে। দলটি নির্বাচনী প্রতিশ্রুতি পূরণেও ব্যর্থ হয়েছে।

১৪ জানুয়ারি দিল্লিতে এক ডেনমার্কের নারী ধর্ষণের বিষয়টি উল্লেখ করে বিন্নি বলেন, ‘এএপির নেতারা নারীর নিরাপত্তা জোরদারে কিছুই করেননি। এমনকি এ ব্যাপারে কোনো আলোচনাও শুরু করেননি তারা।’

নয়াদিল্লির বিধান সভা নির্বাচনে কংগ্রেসের হেভিওয়েট নেতা একে ওয়ালিয়াকে হারান শিলা দীক্ষিত সরকারের সাবেক অর্থমন্ত্রী বিন্নি। সূত্র : এনডিটিভি

(দ্য রিপোর্ট/কেএন/শাহ/জানুয়ারি ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর