thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

১৯ দল কালো পতাকার মিছিল করবে বুধবার

২০১৪ জানুয়ারি ২৭ ১৩:২০:৫০
১৯ দল কালো পতাকার মিছিল করবে বুধবার

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দশম জাতীয় সংসদের কোনো গ্রহণযোগ্যতা নেই। তাই বুধবার সংসদ অধিবেশন বসার প্রতিবাদে বিএনপি ‍নেতৃত্বাধীন ১৯ দল কালো পতাকা ও বিক্ষোভ কর্মসূচি পালন করবে।’

সোমবার সকাল ১১টায় বিএনপি ও তার অঙ্গ সংঠনের যৌথসভা শেষে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘৫ জানুয়ারি ভোটারবিহীন প্রহসনের নির্বাচনের নাটকের মধ্য দিয়ে তথাকথিত যে সংসদ গঠন করা হয়েছে দেশের মানুষ তা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে।’

তিনি জানান, নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে শান্তিপূর্ণ মিছিল করার অনুমতি চাওয়া হয়েছে ঢাকা মহানগর পুলিশের কাছে। নয়াপল্টন থেকে অনুমতি নেওয়া সম্ভব না হলে বিকল্প হিসেবে সোহরাওয়ার্দী উদ্যান থেকে এ মিছিলের অনুমতি চাওয়া হয়েছে। আমরা আশা করি পুলিশ শান্তিপূর্ণ এ মিছিলের অনুমতি দেবে এবং সরকার সহযোগিতা করবে।

এর আগে সকাল ১১টায় শুরু হওয়া যৌথসভায় সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় উপস্থিত ছিলেন দলটির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, নাজিম উদ্দিন আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক সাইদুল কবির খোকন, যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল হক নাসির।

এ ছাড়া মহিলা দল, ওলামা দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতারা উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/টিএস/এমসি/এসবি/শাহ/জানুয়ারি ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর