thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৫ জমাদিউস সানি 1446

১০ ট্রাক অস্ত্র মামলার দুই আবেদনই খারিজ

২০১৪ জানুয়ারি ২৭ ১২:০৪:৫৫
১০ ট্রাক অস্ত্র মামলার দুই আবেদনই খারিজ

দ্য রিপোর্ট প্রতিবেদক : চাঞ্চল্যকর ১০ ট্রাক অস্ত্র মামলায় তদন্ত কর্মকর্তাকে পুনরায় জেরা ও ৩ জন আসামির আদালত পরিবর্তনের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন।

এর আগে বৃহস্পতিবার এ আবেদনের ওপর শুনানি শেষে সোমবার আদেশের জন্য দিন ধার্য করেন আদালত।

আসামিপক্ষের আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম উপস্থিত থেকে ওই দিন শুনানি শেষ করেন।

উল্লেখ্য, চট্টগ্রামের সিনিয়র বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক এসএম মজিবুর রহমানের আদালতে বৃহস্পতিবার ১০ ট্রাক অস্ত্র মামলার রায় হওয়ার কথা রয়েছে।
আদালত সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা আহাদুর রহমানকে পুনরায় জেরা করার নির্দেশনা চেয়ে এনএসআইয়ের তৎকালীন ফিল্ড অফিসার আকবর হোসেন খান ১২ জানুয়ারি এ আবেদনটি করেন।

(দ্যরিপোর্ট/এসএ/এমসি/শাহ/জানুয়ারি ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর