thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি বদলি

২০১৪ জানুয়ারি ২৭ ১২:১০:৪১
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি বদলি

সুনামগঞ্জ সংবাদদাতা : দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিনকে দায়িত্বে অবহেলার কারণে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন জেলা ডিবির ওসি নাজিম উদ্দিন। বুধবার তাকে বদলি করা হয়।

পুলিশ সুপার মো. হারুন অর রশিদ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, ২২ জানুয়ারি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শত্রুমর্ধন গ্রামে খাস জায়গা দখলকে কেন্দ্র করে গ্রামের মুসলমান ও হিন্দু পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সংখ্যালঘু পরিবারের কমপক্ষে ১০ জন আহত হন। আগুন ধরিয়ে দেওয়া হয় কয়েকটি বাড়িতে।

(দ্য রিপোর্ট/আরএইচ/এএস/শাহ/জানুয়ারি ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর