thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৫ জমাদিউস সানি 1446

ইনকিলাব বন্ধের বৈধতা চ্যালেঞ্জ করে রিটের শুনানি মঙ্গলবার

২০১৪ জানুয়ারি ২৭ ১২:৫৩:৪৮
ইনকিলাব বন্ধের বৈধতা চ্যালেঞ্জ করে রিটের শুনানি মঙ্গলবার

দ্য রিপোর্ট প্রতিবেদক : দৈনিক ইনকিলাব বন্ধের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।

বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি হাবিবুল গনির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার আংশিক শুনানি শেষে পরবর্তী শুনানির জন্য এ দিন ধার্য করেন।

আদালতে ইনকিলাবের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক-উল হক ও আহসানুল করিম।

অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোকলেছুর রহমান।

ইনকিলাবের পক্ষে আদালতে আইনজীবী বলেন, বাংলাদেশ সংবাদ সংস্থার অনুচ্ছেদ ২০ অনুযায়ী জনগণের স্বার্থ রক্ষায় হস্তক্ষেপ করলে একটি পত্রিকা বন্ধ করা যাবে। কিন্তু ইনকিলাব জনগণের স্বার্থে কোনো হস্তক্ষেপ করেনি। এখানে দায়ভারটি সাংবাদিকের। সুতরাং ৯০ দিনের মধ্যে উচ্চ আদালতের আদেশে ছাপাখানার সিলগালা খুলে দেওয়ার বিধান রয়েছে।’

তিনি আরও বলেন, আমাদের দেশে এমন কোনো আইন নেই যার ভিত্তিতে পুলিশ কোনো পত্রিকার ছাপাখানা সিলগালা করতে পারে। সুতরাং ইনকিলাবের ছাপাখানা খুলে দেওয়া হোক।

এর আগে রবিবার ইনকিলাবের পক্ষে রিট আবেদন দায়ের করেন কাদেরী পাবলিশার্স অ্যান্ড প্রিন্টার্স।

উল্লেখ্য, ১৬ জানুয়ারি রাতে ইনকিলাবের ছাপাখানা সিলগালা করে বার্তা সম্পাদকসহ তিনজন সাংবাদিককে আটক করে পুলিশ।

(দ্য রিপোর্ট/এসএ/এসবি/শাহ/জানুয়ারি ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর