thereport24.com
ঢাকা, শুক্রবার, ৩ মে 24, ২০ বৈশাখ ১৪৩১,  ২৪ শাওয়াল 1445

থাইল্যান্ডে সরকারবিরোধী বিক্ষোভের নেতা নিহত

২০১৪ জানুয়ারি ২৭ ১৩:০০:০৩
থাইল্যান্ডে সরকারবিরোধী বিক্ষোভের নেতা নিহত

দ্য রিপোর্ট ডেস্ক : থাইল্যান্ডে চলমান সরকারবিরোধী বিক্ষোভে সুরিন থারাথিন নামে এক বিরোধী নেতা রবিবার অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১১ জন আহত হন।

থাইল্যান্ডে চলমান সরকারবিরোধী আন্দোলনের অগ্রভাগে থাকা ’ধর্ম আর্মি’ নামের একটি বৌদ্ধ সংগঠনের নেতা ছিলেন তিনি।

দেশটির রাজধানী ব্যাংককের ভোটকেন্দ্রগুলোতে রবিবার সরকারবিরোধী বিক্ষোভকারীদের অবরোধ চলাকালে এ হতাহতের ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা আগামী সপ্তাহে অনুষ্ঠেয় বিতর্কিত জাতীয় নির্বাচনের গতিরোধ করার জন্যই ওই অবরোধ কর্মসূচির ডাক দিয়েছিল।

গত বছর একটি বিতর্কিত অ্যামনেস্টি বিল নিয়ে এ বিক্ষোভ শুরু হয়। ওই অ্যামনেস্টি বিল অনুয়ায়ী দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার ভাই থাকসিন সিনাওয়াত্রাকে দেশে ফিরে দুর্নীতির মামলায় সাজা ভোগ করতে হবে না।

ওই বিলটি থাই সিনেটে পাস না হলেও প্রস্তাবিত বিলটি নিয়ে দেশটিতে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়। আন্দোলনকারীরা ইংলাকের পদত্যাগের দাবি জানান। চাপের মুখে ইংলাক সংসদ ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা দেন। নির্বাচনের তারিখ ধার্য করা হয় ২ ফেব্রুয়ারি।

তারপরও বিক্ষোভকারীরা ইংলাকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ অব্যাহত রাখে। বিরোধীদের দাবি, ইংলাকের সরকারকে ক্ষমতা ছেড়ে দিয়ে রাষ্ট্রের দায়িত্ব একটি ’গণপরিষদের’ হাতে তুলে দিতে হবে। ওই পরিষদ নুতন নির্বাচন অনুষ্ঠানের আগে দুর্নীতিবিরোধী সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করবে।

থাইল্যান্ডে গত প্রায় এক দশক ধরে ক্ষমতাসীন সিনাওয়াত্রা পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আন্দোলন চলে আসছিল। ২০০৬ সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমে থাকসিন সিনাওয়াত্রার ক্ষমতাচ্যুতির পর দেশটির রাজনীতিতে বিভাজন দেখা দিয়েছে। ২০০৮ সালে থাকসিনের বিরোধীরা ব্যাংকক বিমানবন্দরে তাকে অবরুদ্ধ করে রাখে। ২০১০ সালে তার সমর্থকরা দুই মাসব্যাপী বিক্ষোভ করে পুরো ব্যাংকক শহর অচল করে দেয়।

সামরিক হস্তক্ষেপের মাধ্যমে এই বিক্ষোভ শেষ হয়। দুই মাসের ওই অবস্থান বিক্ষোভে ৯০ জনেরও বেশি মানুষ নিহত হয়।

থাকসিনের বোন ইংলাক ক্ষমতায় আসার পর দেশটির রাজনীতিতে স্থিরতা আসে। তবে ইংলাকের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ ওঠেছে। এ ছাড়া ইংলাকের বিরুদ্ধে দুর্নীতি করে ধনকুবের হওয়া ভাই থাকসিনের পুতুল হয়ে দেশ চালানোর অভিযোগও আনা হয়।

সিনাওয়াত্রা পরিবারের বিরুদ্ধে এ আন্দোলনকে শহুরে অভিজাতদের বিরুদ্ধে দেশটির উত্তরাঞ্চলীয় গ্রামীণ জনগোষ্ঠীর লড়াই হিসেবেও বিবেচনা করেন অনেক বিশ্লেষক। (সূত্র : আল জাজিরা, বিবিসি)

(দ্য রিপোর্ট/এমএটি/কেএন/শাহ/জানুয়ারি ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর