thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

সৌদি আরবে ডাইনোসরের ফসিলের সন্ধান

২০১৪ জানুয়ারি ২৭ ১৩:০০:১১
সৌদি আরবে ডাইনোসরের ফসিলের সন্ধান

দ্য রিপোর্ট ডেস্ক : মরুভূমির দেশ সৌদি আরবে প্রথমবারের মতো মিলেছে ডাইনোসরের ফসিলের সন্ধান।

বেনিয়ামিন কিয়ারের নেতৃত্বে বিজ্ঞানীদের একটি দল দুটি ডাইনোসরের ফসিলের সন্ধান পান। আরব উপদ্বীপে ডাইনোসরের অবশিষ্টাংশ পাওয়া খুবই বিরল ঘটনা বলে জানান তারা।

প্রথম ফসিলটি ৭২ মিলিয়ন বছর আগের বলে জানিয়েছেন বেনিয়ামিন। এই ডাইনোসরটি টিটানোসর গোত্রের সদস্য।

দ্বিতীয় ডাইনোসরটি ডিরোপড গোত্রের। মাংসাশী এই ডাইনোসরটি ২০ ফুট লম্বা ছিল বলে বিজ্ঞানীরা জানিয়েছেন।

তেলের সন্ধান করতে গিয়ে ভূতাত্ত্বিকরা সেখানে দানবীয় সামুদ্রিক সরীসৃপ জাতীয় প্রাণীর খোঁজ পেয়েছিলেন বলেও জানান কিয়ার।

আজকের আরব উপদ্বীপ ডাইনোসর যুগে পানির নিচে ছিল। অনেক আগে ক্রেটাসিয়াস যুগের শেষের দিকে বন্যার পানিতে ডাইনোসরের ফসিল ভেসে আসতে পারে বলেও ধারণা করা হচ্ছে। সূত্র : সিএনএন

(দ্য রিপোর্ট/কেএন/শাহ/জানুয়ারি ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর