thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন’

২০১৩ নভেম্বর ০২ ১৪:৪৩:৩৭
‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন’

সাতক্ষীরা সংবাদদাতা : উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, তা না হলে দেশ পিছিয়ে যাবে, জঙ্গীবাদের উত্থান হবে।

কালিগঞ্জে শনিবার সকাল ১০টায় নলতা অডিটরিয়ামের উদ্বোধনকালে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক এ আহ্বান বলেন।

তিনি বলেন, ‘দেশের উন্নয়নের কথা মানুষের কাছে বলতে হবে। যাতে করে বর্তমান সরকারের বিরুদ্ধে যে অপপ্রচার চলছে তা দূর হয়।’

বিএনপি জামায়াত দেশকে পিছিয়ে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে উল্লেখ করে তিনি বলেন, ‘তারা হরতালের নামে জালাও-পোড়াও ও মানুষ হত্যা শুরু করেছে। তারা মুখে সংলাপের কথা বললেও তাদের চিন্তা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসা। যুদ্ধাপরাধীদের রক্ষা করা।’

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে আগামী নির্বাচনে জয়লাভ করার জন্য দেশনেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তা না হলে আগামীপ্রজম্ম মুক্তিযুদ্ধের ইতিহাস ভূলে যাবে।’

এ সময় তিনি দলীয় কোন্দল ভুলে সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহেদুজ্জামানের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধিবাস অধিকারী, মিলন কুমার ঘোষ, মোসলেম উদ্দিন, কাজী সজল প্রমুখ।

(দিরিপোর্ট২৪/ওএস/আইজেকে/জেএম/নভেম্বর ০২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর