thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

সংসদেও বিশেষ সুবিধা পাচ্ছে জাপা

২০১৪ জানুয়ারি ২৭ ১৩:৫৫:২৫ ২০১৪ জানুয়ারি ২৭ ০২:৪৫:০০
সংসদেও বিশেষ সুবিধা পাচ্ছে জাপা

দ্য রিপোর্ট প্রতিবেদক : মন্ত্রিসভার পর এবার সংসদেও বিশেষ সুবিধা পাচ্ছে জাতীয় পার্টি। দলটি অধিবেশন কক্ষের সামনের সারিতে পাঁচটি আসন পাচ্ছে বলে জানিয়েছেন নবনিযুক্ত চিফ হুইপ আ স ম ফিরোজ।

জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সোমবার সাংবাদিকদের সঙ্গে নবনিযুক্ত হুইপদের এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

আরও জানান, পাঁচটি আসনের বাইরেও মন্ত্রী হিসেবে জাতীয় পার্টি সামনের সারিতে আরেকটি আসন পেতে পারেন।

দশম সংসদ নির্বাচনে জাতীয় পার্টির সদস্যরা ৩৪ আসনে বিজয়ী হয়েছেন। আসন সংখ্যা অনুপাতে তাদের অধিবেশন কক্ষের সামনের সারিতে চারটি আসন প্রাপ্য।

অন্যদিকে মন্ত্রিসভায় জাপার প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ মন্ত্রী এবং মুজিবুল হক চুন্নু ও মশিউর রহমান রাঙাকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

ফিরোজ বলেন, ‘অতীত অভিজ্ঞতা থেকেই আসন বন্টন করা হবে। মন্ত্রিসভার সিনিয়র সদস্য, সাবেক সদস্য ও দলের সিনিয়র নেতাদের সামনের সারিতে স্থান দেওয়া হবে।

মতবিনিময় সভায় চিপ হুইপ ছাড়াও হুইপ আতিউর রহমান আতিক, শহীদুজ্জামান সরকার, সোলায়মান হক জোয়ার্দার ছেলুন, শাহাবুদ্দিন আহমেদ, ইকবালুর রহিম উপস্থিত ছিলেন।

চিপ হুইপ জানান, হুইপ পদে আরও নিয়োগ আসতে পারে।

স্পিকার নির্বাচন প্রসঙ্গে আ স ম ফিরোজ বলেন, ‘আওয়ামী লীগে স্পিকার হওয়ার যোগ্যতা সম্পন্ন অন্তত ৮-১০ জন সদস্য আছে। মঙ্গলবার আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন করবেন তাকেই আমরা মেনে নেব।’

সংসদ পরিচালনার ক্ষেত্রে গণমাধ্যম কর্মীদের গঠণমূলক সমালোচনা আহ্বান করেন চিফ হুইপ।

সংসদে জাতীয় পার্টির ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা মন্ত্রিসভায় থাকলেও বিরোধী দল হিসেবে সরকারের কর্মকাণ্ডের গঠণমূলক সমালোচনা করবেন। সারাবিশ্বে এখন সরকারি ও বিরোধী দল একাকার হয়ে উন্নয়নে মনোযোগী। কেবলমাত্র বিরোধীতার জন্য বিরোধী দল থাকবে এমনটা কাম্য নয়।’

বিএনপি প্রসঙ্গে আ স ম ফিরোজ বলেন, ‘নিজেদের ত্রুটি থাকায় বিএনপি নির্বাচনে আসেনি। তাদের নির্বাচনে আসার ক্ষেত্রে আমরা বাধা দেইনি। তবে তারা ভুল বুঝতে পেরেছে। এখন তারা উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছেন।

(দ্য রিপোর্ট/আরএইচ/এমসি/সা/জানুয়ারি ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর