thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ মে 24, ২৭ বৈশাখ ১৪৩১,  ২ জিলকদ  1445

উভয় শেয়ারবাজারে সূচক নিম্নমুখী

২০১৩ অক্টোবর ০৭ ১৫:১৮:১৩ ০০০০ 00 ০০ ০০:০০:০০
উভয় শেয়ারবাজারে সূচক নিম্নমুখী
দিরিপোর্ট২৪ প্রতিবেদক: সূচকে নিম্নমুখী প্রবণতার পাশাপাশি ধীরগতিতে চলছে উভয় পুঁজিবাজারের লেনদেন। তিন ঘণ্টার মাথায় অধিকাংশ কোম্পানির দর পতনের পাশাপাশি টাকার অংকে লেনদেন হয়েছে মাত্র ১২০ কোটি টাকা। দিনের প্রথমভাগে সূচক কিছুটা ঊর্ধ্বমুখী থাকলেও তা স্থায়ী হয়নি। ক্রেতা স্বল্পতার কারণে নিম্নমুখী প্রবণতা বিরাজ করছে বলে বাজার সংশ্লিষ্টরা মনে করছেন।

দুপুর দেড়টা পর্যন্ত ডিএসই’র ব্রড ইনডেক্স ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৩৮৬৬ পয়েন্টে। এ সময়ের মধ্যে লেনদেন হওয়া ২৭৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৭টির, কমেছে ১৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ১২৪ কোটি ৩৬ হাজার টাকা।

দুপুর দেড়টায় দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ৭৫৪২ পয়েন্টে। এ সময়ের মধ্যে লেনদেন হওয়া ১৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪০টির, কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ১০ কোটি ১৯ লাখ টাকা।

(দিরিপোর্ট২৪/ওএস/এইচএস/জেএম/অক্টোবর ০৭, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর