thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

সরকারের প্রতি ৪ দফা দাবি হেফজতে ইসলামের

২০১৪ জানুয়ারি ২৭ ১৪:১৫:১৫
সরকারের প্রতি ৪ দফা দাবি হেফজতে ইসলামের

দ্য রিপোর্ট প্রতিবেদক : সংখ্যালঘুদের ওপর হামলা ও সহিংসতা বন্ধে সরকারের প্রতি ৪ দফা দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম।

বারিধারা জামিয়া মাদানিয়া মাদ্রাসায় সোমবার দুপুর ১টার দিকে এক সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও ঢাকা মহানগর আহ্বায়ক মাওলানা নুর হোসাইন কাসেমী এ দাবি জানান।

দেশের বিভিন্নস্থানে সংখ্যালঘুদের ওপর হামলা, বাড়ি ভাঙচুর ও রাজনৈতিক সহিংসতার ঘটনায় উদ্বেগ জানিয়ে মাওলানা নুর হোসাইন কাসেমী বলেন, নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের মাধ্যমে সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তি দিতে হবে। ক্ষতিগ্রস্ত ও অমুসলিমদের পূর্ণ নিরাপত্তাবিধান নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, ভবিষ্যতে যেন হামলার ঘটনা না ঘটে সরকারকে সেটা নিশ্চিত করতে হবে। একইসঙ্গে সংখ্যালঘুদের সার্বিক নিরাপত্তাবিধান ও স্বার্থন্বেষী মহলের কোপানল থেকে সরকারকে তাদের রক্ষায় গুরুত্ব দিতে হবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে হেফাজতের ঢাকা মহানগরের সদস্য সচিব মাওলানা জুনায়েদ আল হাবিব ও ঢাকা মহানগর যুগ্ম আহ্বায়ক মাওলানা আবদুর রব ইউসুফ উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/কেএ/এফএস/এসবি/আরকে/জানুয়ারি ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর