thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

উপজেলা নির্বাচনে একক প্রার্থী নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০১৪ জানুয়ারি ২৭ ১৫:১৭:০৫
উপজেলা নির্বাচনে একক প্রার্থী নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্য রিপোর্ট প্রতিবেদক : উপজেলা নির্বাচনে একক প্রার্থী নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকের অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন বলে বৈঠকে উপস্থিত একটি সূত্র জানিয়েছে।

বৈঠকে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক এক মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী বলেছেন, ‘বিএনপি উপজেলা নির্বাচনে অংশ নেবে। এক্ষেত্রে কোনো স্থানেই যাতে বিদ্রোহী হয়ে নিজেদের দলের মধ্য থেকে একাধিক প্রার্থী নির্বাচনে অংশ না নেয়। একক প্রার্থী দেওয়ার মাধ্যমে বিজয় নিশ্চিত করতে হবে।’

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, প্রথম ধাপে ১৯ ফেব্রুয়ারি ১০২টি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে বিএনপি অংশ নেওয়ার বিষয়টি আলোচিত হচ্ছে।

দেশে ৪৮৭টি উপজেলা রয়েছে। কমিশন সব উপজেলায় একসঙ্গে নির্বাচন আয়োজন না করে কয়েকটি ধাপে তারা নির্বাচন করতে চায়।

‘অভ্যন্তরীণ রাস্তাঘাট উন্নয়নের সঙ্গে সঙ্গে আন্তঃদেশীয় সংযোগ সড়কগুলোর দিকে নজর দিতেও মন্ত্রিসভার সদস্যদের প্রতি নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।’ জানায় বৈঠকের ওই সূত্র।

জলবিদ্যুতের প্রতি বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘লাভজনক হলে প্রয়োজনে দেশের বাইরে জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা যেতে পারে।

অনির্ধারিত আলোচনায় জাতীয় সম্প্রচার নীতির বিষয়টিও উঠে আসে। ওই মন্ত্রী বলেন, ‘তথ্যমন্ত্রীকে সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে আলোচনা করে সম্প্রচার নীতি চূড়ান্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।’

সহিংসতায় ক্ষতিগ্রস্তদের খোঁজ-খবর নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, ‘যেখানে সম্ভব ব্যক্তিগতভাবে সহায়তা করতে হবে। প্রয়োজনে সরকারিভাবেও সহায়তার উদ্যোগ নিতে হবে।’

(দ্য রিপোর্ট/আরএমএম/এমসি/সা/জানুয়ারি ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর