thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

কুষ্টিয়ায় উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র বাছাই

২০১৪ জানুয়ারি ২৭ ১৫:২২:১৯
কুষ্টিয়ায় উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র বাছাই

কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়া সদর ও ভেড়ামারা উপজেলা নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। সোমবার দুপুরে কুষ্টিয়ার জেলা প্রশাসকের সভাকক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।

কুষ্টিয়া সদরে উপজেলা পরিষদ নির্বাচনে আট চেয়ারম্যান প্রার্থীর সাতজন, ভাইস চেয়ারম্যান প্রার্থীর ও সংরক্ষিত মহিলা আসনের তিন ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। এর মধ্যে সংরক্ষিত মহিলা আসনের ভাইস চেয়ারম্যান প্রার্থী শিরিন বানুর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

অপরদিকে নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম দ্য রিপোর্টকে জানান, ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাতজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এ উপজেলায় কোনো মনোনয়ন বাতিল হয়নি।

এ ছাড়া কিছু ত্রুটিবিচ্যুতি থাকায় সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী এসএম ওমর ফারুক ও ভাইস চেয়ারম্যান প্রার্থী জিল্লুর রহমান ও ভেড়ামারা উপজেলার চেয়ারম্যান প্রার্থী রুবেল আহমেদের মনোনয়নপত্রের ব্যাপারে বিকেল ৫টার পরে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিবুল ফেরদৌস।

(দ্য রিপোর্ট/এফএইচ/এএস/সা/জানুয়ারি ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর