thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ মে 24, ৩০ বৈশাখ ১৪৩১,  ৫ জিলকদ  1445

গ্র্যামি নাইটে সংগীত তারকারা

২০১৪ জানুয়ারি ২৭ ১৫:২৯:৩৭
গ্র্যামি নাইটে সংগীত তারকারা

দ্য রিপোর্ট ডেস্ক : রবিবার রাত ছিল সংগীত জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত। কারণ সেই রাতে বসেছিল গ্র্যামি অ্যাওয়ার্ডের আসর।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে স্টেপলস সেন্টারে অনুষ্ঠিত হল ৫৬তম গ্র্যামি (গ্রামোফোন) অ্যাওয়ার্ড অনুষ্ঠান। অপেক্ষার পালা শেষ করে ঘোষিত হল এ বারের বিজয়ীদের নাম। হলিউড লাইফের রিপোর্ট অনুযায়ী, দ্য রিপোর্ট পাঠকদের জন্য এবার অস্কারে সংগীত বিভাগে অ্যাওয়ার্ড প্রাপ্ত তারকাদের নামের তালিকাটি তুলে ধরা হল।

বছরের সেরা অ্যালবাম : ‘রেনডম অ্যাকসেস মেমোরিস’-ডাফ্ট পাঙ্ক

বছরের সেরা রেকর্ড : ‘গেট লাকি’- ডাফ্ট পাঙ্ক ফিচারিং প্যারেল উইলিয়ামস অ্যান্ড নিল রজার্স

সেরা নতুন আর্টিস : ম্যাক্লিমোর অ্যান্ড রায়ান লুইস

বছরের সেরা গান (গীতিকার অ্যাওয়ার্ড) : ‘রয়ালস’-জোয়েল লিটল অ্যান্ড ইলা ইলিচ ও’ কনোর

সেরা পপ ভোকাল অ্যালবাম : ‘আনঅর্থোডক্স জুকেবক্স’- ব্রুনো মার্স

সেরা ট্রেডিশনাল পপ ভোকাল অ্যালবাম : টু বি লাভড, মিশেল বাবল

সেরা ল্যাটিন পপ অ্যালবাম : বিদা, ড্র্যাকো রোজা

সেরা পপ সলো পারফরমেন্স : ‘রয়ালস’-লর্ড

সেরা মেটাল পারফরমেন্স : ‘গড ইজ ডেড?’-ব্লাক সাবথ

সেরা রক অ্যালবাম : ‘সেলিব্রেশন ডে’-লেড জেপলিন

সেরা অল্টারনেটিভ মিউজিক অ্যালবাম : ‘মর্ডান ভেম্পায়ার অফ দ্য সিটি’-ভেম্পায়ার উইকয়েন্ড

বছরের সেরা ননক্লাসিকাল প্রডিওসার : প্যারেল উইলিয়ামস

সেরা আরঅ্যান্ডবি অ্যালবাম : ‘গার্ল অন ফায়ার’-অ্যালিসিয়া কিস

সেরা আরঅ্যান্ডবি গান : ‘পুসার লাভ গার্ল’-জাস্টিন টিম্বারলেক

সেরা র‌্যপ অ্যালবাম : ‘দ্য হেইস্ট’-ম্যাক্লিমোর অ্যান্ড রায়ান লুইস

দেশের সেরা অ্যালবাম : ‘সেইম ট্রেলার ডিফারেন্ট পার্ক’-ক্যাসি মাসগ্রেভস

গতকাল জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হল ৫৬তম অস্কারের সংগীত বিভাগের আসর। আর সিনেমা জগতের আসরটি অনুষ্ঠিত হবে আগামী মার্চ মাসে।

(দ্য রিপোর্ট/পিআর/সা/জানুয়ারি, ২৭,২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর