thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৫ জমাদিউস সানি 1446

চার মামলায় রিজভীর ছয় মাসের জামিন

২০১৪ জানুয়ারি ২৭ ১৫:৪৩:০১
চার মামলায় রিজভীর ছয় মাসের জামিন

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির যুগ্ম-মহাসচিব ও দপ্তর সম্পাদক অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীকে চার মামলায় ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট।

পৃথক আবেদনের প্রেক্ষিতে সোমবার বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তিনটি মামলায় এবং বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ একটি মামলায় জামিন দেন।

জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার রাগিব রউফ। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম।

পরে এ বিষয়ে জানতে চাইলে জয়নুল আবেদীন বলেন, এ জামিন আদেশের ফলে তার জামিনে কোনো বাধা থাকল না। তবে খন্দকার মাহবুব হোসেনের মতো গোপনে শ্যেন অ্যারেস্ট দেখালে ভিন্ন কথা।

মতিঝিল থানায় দুইটি, শাহবাগ ও রমনা থানায় একটি করে মামলায় তার বিরুদ্ধে গাড়িতে অগ্নিসংযোগ এবং ভাঙচুরের অভিযোগ এনে চারটি মামলা দায়ের করা হয়েছিল। এ চারটি মামলায় তাকে ছয় মাসের জামিন দেয় হাইকোর্ট।

৩০ নভেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমদকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। সে সময় থেকে তিনি কারাগারে রয়েছেন।

(দ্য রিপোর্ট/এসএ/এপি/জানুয়ারি ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর