thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির ফল প্রকাশ

২০১৪ জানুয়ারি ২৭ ১৫:৪৮:২৯
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির ফল প্রকাশ

দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের অনার্স প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা ফল প্রকাশ করা হয়েছে। ভর্তি পরীক্ষায় তিন বিভাগে মোট তিন লাখ ৪৭ হাজার ১৭৮ জন পাস করেছে। গড় পাসের হার ৮৩ শতাংশ। প্রকাশিত ফলে পরীক্ষার প্রথম মেধা তালিকাভুক্ত এক লাখ ৭২ হাজার ৫৮২ জনসহ সকল পরীক্ষার্থীরা রয়েছেন।

সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের কথা জানানো হয়।

গত ২৭ ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সারাদেশে মোট ৫১৬টি অধিভুক্ত অনার্স কলেজের ৩০টি বিষয়ে দুই লাখ ৪৭ হাজার ১৪৫ আসনের বিপরীতে চার লাখ ১৩ হাজার ৪৫৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। মেধা তালিকায় উত্তীর্ণদের মধ্যে ছাত্রী ৪৯ শতাংশ।

পরীক্ষায় মানবিক শাখায় এক লাখ ৭০ হাজার ১৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে এক লাখ ৬৭ হাজার ২৭৯ জন পরীক্ষার্থী পাস করেছে, পাসের হার ৯৮ শতাংশ। বিজ্ঞান শাখায় ৫৪ হাজার ৭৬১ জন পরীক্ষার্থীর মধ্যে ৫০ হাজার ৪৭৭ জন পরীক্ষার্থী পাস করেছে, পাসের হার ৯২ শতাংশ। ব্যবসায় শিক্ষা শাখায় এক লাখ ৮৮ হাজার ৪৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে এক লাখ ২৯ হাজার ৪২২ জন পরীক্ষার্থী পাস করেছে, পাসের হার ৬৮ শতাংশ।

মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফল জানতে মেসেজ অপশনে গিয়ে NU এরপর স্পেস দিয়ে AT লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে ফলাফল জানা যাবে। সোমবার রাত ৯টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd/admissions) থেকে ফল সংগ্রহ করা যাবে।

মেধা তালিকায় অন্তর্ভুক্তদের ভর্তির বিষয়ে নির্দেশনার জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

(দ্য রিপোর্ট/আরএমএম/এমসি/সা/জানুয়ারি ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর