thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৪ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

ঝরঝরে শ্রীলঙ্কা, মলিন বাংলাদেশ

২০১৪ জানুয়ারি ২৭ ১৫:৫৭:৩৭
ঝরঝরে শ্রীলঙ্কা, মলিন বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক : সিরিজের প্রথম টেস্টের উদ্বোধনী দিনে বাংলাদেশের ওপর ছড়ি ঘুরিয়েছে শ্রীলঙ্কা। যদিও দিন শেষে তারা পিছিয়ে রয়েছে ১৭২ রানে। তারপরও প্রথম ইনিংসে বিনা উইকেটে ৬০ রান তুলেছে সফরকারীরা।

শেষ বিকেলে প্রথম ইনিংসে দারুণ ব্যাটিং করেছেন ২ শ্রীলঙ্কান ওপেনার দিমুখ করুনারত্নে ও কুশল সিলভা। এই জুটি ভাঙতে হিমশিম খেতে হয়েছে বাংলাদেশের বোলারদের। জুটি গুড়িয়ে দিতে ৫ জন বোলার ব্যবহার করেছেন অধিনায়ক মুশফিক। কিন্তু কাজের কাজ কিছু হয়নি; নেতার মুখে হাসি ফুটাতে পারেননি তারা।

রবিউল ইসলাম, আলআমিন, সাকিব আল হাসান, সোহাগ গাজী ও রুবেল হোসেন বোলিং করেও ফাঁদে ফেলতে ব্যর্থ হয়েছেন ২ ওপেনার। তাই অবিচ্ছিন্ন থেকেই দিনের খেলা শেষ করেছে এই জুটি। ২৮ রান নিয়ে ব্যাট করছেন করুনারত্নে। অপরপ্রান্তে ৩০ রানে অপরাজিত রয়েছেন সিলভা।

এর আগে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ২৩২ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। হাফসেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম (৬১) ও সাকিব আল হাসান (৫১)। ইরাঙ্গা ৪টি ও লাকমাল ৩টি উইকেট নিয়েছেন।

সংক্ষিপ্ত স্কোর :

শ্রীলঙ্কা প্রথম ইনিংস : ৬০/০; ওভারে ১৯ (করুনারত্নে ২৮*, সিলভা ৩০)

বাংলাদেশ প্রথম ইনিংস : ২৩২; ওভার ৬৩.৫ (মুশফিক ৬১, সাকিব ৫৫, সোহাগ ৪২, শামসুর ৩৩; ইরাঙ্গা ৪৯/৪, লাকমাল ৬৬/৩)

(দ্য রিপোর্ট/সিজি/সা/জানুয়ারি ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর