thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

সুমন ওয়াহেদের একক চিত্র প্রদর্শনী

২০১৪ জানুয়ারি ২৭ ১৬:৩০:৩৫
সুমন ওয়াহেদের একক চিত্র প্রদর্শনী

দ্য রিপোর্ট প্রতিবেদক : ধানমণ্ডির ঢাকা আর্ট সেন্টারে তরুণ চিত্রশিল্পী সুমন ওয়াহেদের ‘একাডেমিক-পোস্ট একাডেমিক’ শীর্ষক একক শিল্পকর্ম প্রদর্শনী শুরু হবে মঙ্গলবার। প্রদর্শনীর কিউরেটর হিসেবে আছেন শিল্পী ওয়াকিলুর রহমান।

মঙ্গলবার সন্ধ্যা ৬টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থেকে প্রদর্শনী উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকি।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রফেসর ও বিশিষ্ট শিল্পী আবুল বারেক আলভি এবং দৈনিক ইত্তেফাকের কার্যনির্বাহী সম্পাদক শাহীন রেজা নূর। এ ছাড়া সম্মানিত শিল্পী রফিকুন নবী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

প্রদর্শনী ২৮ জানুয়ারি শুরু হয়ে চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। মঙ্গলবার থেকে সোমবার বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী প্রতিদিন সবার জন্য উন্মুক্ত থাকবে।

(দ্য রিপোর্ট/কেএম/আরকে/জানুয়ারি ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শিল্প ও সংস্কৃতি এর সর্বশেষ খবর

শিল্প ও সংস্কৃতি - এর সব খবর