thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

নতুন প্রকল্প নিয়ে সিরিজ বৈঠক শুরু

২০১৪ জানুয়ারি ২৭ ১৬:৩০:২২
নতুন প্রকল্প নিয়ে সিরিজ বৈঠক শুরু

দ্য রিপোর্ট প্রতিবেদক : সংশোধন হতে যাওয়া বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) নতুন প্রকল্প বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে পরিকল্পনা কমিশন। এ লক্ষ্যে তিন দিনের সিরিজ বৈঠক শুরু হয়েছে। সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রথম দিনের বৈঠকে সভাপতিত্ব করেন পরিকল্পনা কমিশনের সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম।

প্রথম দিনের বৈঠকে আটটি অর্থনৈতিক সেক্টরের প্রকল্প নিয়ে আলোচনা হয়। এগুলো হচ্ছে শিক্ষা ও ধর্ম, স্বাস্থ্য-পুষ্টি-জনসংখ্যা ও পরিবার কল্যাণ, গণসংযোগ, সমাজকল্যাণ, মহিলা বিষয়ক ও যুব উন্নয়ন, ক্রীড়া ও সংস্কৃতি, জনপ্রশাসন, বিজ্ঞান-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং শ্রম ও কর্মসংস্থান।

বৈঠক বিষয়ে পরিকল্পনা সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম দ্য রিপোর্টকে জানান, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। কেবল আলোচনা হচ্ছে। এ বৈঠকগুলোর পর কোন কোন প্রকল্প রাখা হবে সে বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে ৬টি অর্থনৈতিক সেক্টরের বৈঠক। এগুলো হচ্ছে- পরিবহন খাতের সড়ক পরিবহন, রেলওয়ে পরিবহন, নৌ-পরিবহন, বেসামরিক বিমান পরিবহন এবং যোগাযোগ সেক্টর।

২৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে ৬টি অর্থনৈতিক সেক্টরের বৈঠক। এগুলো হচ্ছে কৃষি, পল্লী উন্নয়ন ও পল্লী প্রতিষ্ঠান, পানি সম্পদ, শিল্প, বিদ্যুৎ এবং তৈল-গ্যাস ও প্রাকৃতিক সম্পদ।

(দ্য রিপোর্ট/জেজে/এপি/এনআই/জানুয়ারি ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর