thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১,  ১৭ জমাদিউস সানি 1446

গাজীপুরে হাম-রুবেলা টিকা নেওয়ার পর স্কুলছাত্রীর মৃত্যু

২০১৪ জানুয়ারি ২৭ ১৬:৪৩:১৬
গাজীপুরে হাম-রুবেলা টিকা নেওয়ার পর স্কুলছাত্রীর মৃত্যু

গাজীপুর : ২১তম জাতীয় টিকা দিবসে গাজীপুরে হাম-রুবেলার টিকা নেওয়ার পর অসুস্থ হয়ে হাসপাতালে মারা গেছে এক স্কুলছাত্রী। প্রতাপপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী আফরোজা আক্তার (১২) সোমবার বেলা দেড়টার গাজীপুর সদর হাসপাতালে মারা যায়।

আফরোজা শ্রীপুর উপজেলার মেন্দিপুর গ্রামের অহিদুল ইসলামের মেয়ে।

গাজীপুর সদর হাসপাতালে গিয়ে দেখা যায় সন্তানের লাশের পাশেই বিলাপ করছেন তার মা। নির্বাক বসে থাকা আফরোজার বাবা অহিদুল ইসলাম জানান, সকাল ১০টায় স্কুলে সবার সঙ্গে টিকা গ্রহণ করে তার মেয়ে আফরোজা। ঘণ্টাখানেক পর মেয়েটি অজ্ঞান হয়ে পড়লে তাকে গাজীপুর সদর হাসাতপালে আনা হয়। সেখানেই বেলা দেড়টায় তার মৃত্যু হয়েছে।

গাজীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মনিরুজ্জামান জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

(দ্য রিপোর্ট/এমএফ/এনডিএস/ এনআই/জানুয়ারি ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর