thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

শাহজালাল বিমানবন্দর থেকে ১৬টি স্বর্ণের বার উদ্ধার

২০১৩ নভেম্বর ০২ ১৫:৩৮:৫৪
শাহজালাল বিমানবন্দর থেকে ১৬টি স্বর্ণের বার উদ্ধার

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শনিবার সকালে দুবাই প্রবাসী এক বাংলাদেশি নাগরিকের কাছ থেকে ১৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ (এপিবিএন।

এপিবিএন-এর এসআই এহসানুল হক দিরিপোর্ট২৪ কে জানান, দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্স (ডিকে ৫৮২) বিমানটি শনিবার সকাল ৮ টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এই সময় এক যাত্রীর ব্যাগ থেকে ১৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের ওজন ১ কেজি ৮০০ গ্রাম।

এ ঘটনায় কোনো ব্যক্তিকে আটক কিংবা মামলা হয়েছে কিনা জানতে চাওয়া হলে তিনি আরো জানান, আইন অনুযায়ী ২ কেজির বেশি সোনা আনলে আটকের নিয়ম আছে। যেহেতু ঐ ব্যক্তি সেই পরিমান সোনা আনেননি কাজেই তাকে আটক করা হয়নি। আটক না করার কারণে যাত্রীর নাম উল্লেখ করা হয়নি বলে জানান তিনি।

(দিরিপোর্ট২৪/ডি/এমএইচ/এমডি/নভেম্বর ০২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর