thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

‘দুই নেত্রীকে বাদ দিলেই সমাধান সম্ভব’

২০১৩ নভেম্বর ০২ ১৫:৫৫:২২
‘দুই নেত্রীকে বাদ দিলেই সমাধান সম্ভব’

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : ‘দেশের বর্তমান সমস্যার সমাধান একটাই। আর তা হলো দুই নেত্রীকে রাজনীতি থেকে বাদ দেওয়া। এই দুই আপদ-বিপদকে বাদ দিলেই দেশের বর্তমান সমস্যার সমাধান হয়ে যাবে।’ বাংলাদেশ শিশুকল্যাণ মিলনায়তনে শনিবার সকালে নাগরিক ঐক্যের সঙ্গে সিপিবি-বাসদের(খালেকুজ্জামান) প্রতিনিধি দলের বৈঠকের সময় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘দেশের মানুষ বিএনপি-আওয়ামী লীগের উপর মহাবিরক্ত। এদের কোন নীতি আদর্শ নেই। আজকে জামায়াত বিএনপির বন্ধু। অথচ বিএনপি যদি এখন জামায়াতকে বাদ দেয়, কালকেই আওয়ামী লীগের বন্ধু হবে জামায়াত। এই হলো এই দুই দলের চরিত্র।’

প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় প্রসঙ্গে তিনি বলেন, ‘সজীব ওয়াজেদ জয় রাজনীতিতে হঠাৎ সক্রিয় হয়েছেন। উনি-তো ভালোভাবে কথা-ই বলতে পারেন না। উনার উল্টা-পাল্টা কথাতেই বিএনপি লাভবান হচ্ছে।’

সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘দেশে এখন ৫৪ সালের মতো পরিবেশ সৃষ্টি হয়েছে। তাই এই দুই দলের বাইরে যেখানে যাকে প্রার্থী করা হবে সেখানে সেই জয়ী হবে।’

মুজাহিদুল ইসলাম সেলিম জানান, আগামী নির্বাচনে সিপিবি-বাসদ, গণফোরাম ও নাগরিক ঐক্য ৩০০ আসনেই প্রার্থী দেবে।

সিপিবি-বাসদ(খালেকুজ্জামান)এর ১১ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান। এছাড়া সিপিবি নেতা হায়দার আকবর খান রনো, সৈয়দ আবু জাফর আহমেদ, শাহ আলম, শামছুজ্জামান সেলিম, সাজ্জাদ জহির চন্দন ও আহসান হাবিব লাবলু উপস্থিত ছিলেন। বাসদের নেতাদের মধ্যে ছিলেন বজলুর রশীদ ফিরোজ ও রাজেকুজ্জামান রতন। নাগরিক ঐক্যের নেতাদের মধ্যে বৈঠকে ছিলেন এস এম আকরাম, ইফতেখার আহমেদ বাবু, জিন্নুর আহমেদ চৌধুরী দিপু, আবু বকর সিদ্দিক ও মমিনুল ইসলাম।

(দিরিপোর্ট২৪/এসএ/এইচএস/এমডি/নভেম্বর ০২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর