thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

ঝালকাঠিতে মন্দির থেকে মূর্তি চুরি

২০১৪ জানুয়ারি ২৭ ১৭:৩১:৪৭
ঝালকাঠিতে মন্দির থেকে মূর্তি চুরি

ঝালকাঠি সংবাদদাতা : ঝালকাঠিতে মন্দির থেকে মূর্তি ও স্বর্ণালঙ্কার চুরি করেছে দুর্বৃত্তরা। সদর উপজেলার তারপাশা গ্রামের শ্রীশ্রী রাধারানী সেবাশ্রম মন্দিরে রবিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

মন্দির কমিটির সভাপতি অবিনাশ চন্দ্র মণ্ডল জানান, দরজার তালা ভেঙে দুর্বৃত্তরা মন্দিরের ভিতরে প্রবেশ করে গোপালের পিতলের মূর্তি, স্বর্ণের চেইন ও প্রণামীর প্রায় ছয় হাজার টাকা নিয়ে গেছে। এ সময় দুর্বৃত্তরা পাশের ঘরে থাকা মন্দিরের সেবাইত নরোত্তম গোস্বামীকে দরজার বাহির থেকে তালা দিয়ে আটকে রাখে। পরে খবর পেয়ে স্থানীয়রা সেবাইতকে উদ্ধার করে।

ঝালকাঠি সদর থানা ওসি (তদন্ত) মো. আব্দুস সালাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মন্দির কমিটি মামলার প্রস্তুতি নিচ্ছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(দ্য রিপোর্ট/এসএমআরকে/এপি/আরকে/জানুয়ারি ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর