thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

নারায়ণগঞ্জে যুবলীগ নেতা সুফিয়ান গুম!

২০১৪ জানুয়ারি ২৭ ১৭:৫৯:৪১
নারায়ণগঞ্জে যুবলীগ নেতা সুফিয়ান গুম!

নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জে ঠিকাদার ও যুবলীগ নেতা আবু সুফিয়ানকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে তুলে নিয়ে গেছে।

সোমবার দুপুর দেড়টার দিকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় খেয়াঘাট থেকে একটি মাইক্রোবাসে করে সুফিয়ান, তার আরও দু’জন সহযোগী সাখাওয়াত ও কমলকে তুলে নিয়ে যায়। তবে নারায়ণগঞ্জ ডিবি পুলিশ বিষয়টি অস্বীকার করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আবু সুফিয়ান নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর অন্যতম কর্মী। দুপুর দেড়টায় বন্দরের বাসা হতে রিকশায় করে কেন্দ্রীয় খেয়াঘাটে এসে নৌকা পার হয় সুফিয়ানসহ তার দুই সহযোগী সাখাওয়াত ও কমল। ওই সময়ে ছাই রঙয়ের একটি মাইক্রোবাসে করে আসা ৮-৯ জন অস্ত্রধারী ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে গাড়িতে তুলে নেয়। পরে গাড়িটি দ্রুত চলে যায়।

(দ্য রিপোর্ট/এমএম/এপি/আরকে/জানুয়ারি ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর