thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

‘যারা মানুষ পুড়িয়ে হত্যা করেছে তারাই জানে’

২০১৪ জানুয়ারি ২৭ ১৮:২৯:৩৬
‘যারা মানুষ পুড়িয়ে হত্যা করেছে তারাই জানে’

সাভার সংবাদদাতা : ‘যারা পেট্রোল বোমা দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করেছে তারাই জানে কারা ক্রসফায়ারের সঙ্গে জড়িত।’ ছাত্রদল নেতা আজাহারুল ইসলাম ‘ক্রসফায়ারে’ নিহত হওয়ার ব্যাপারে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামের অভিযোগের জবাবে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।

আজাহারুল ইসলাম সাতক্ষীরার তালা উপজেলার ছাত্রদলের নেতা ছিলেন। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে যৌথবাহিনীর ‘ক্রসফায়ারে’ নিহত হন তিনি।

সাভারে অসমাপ্ত বিরুলিয়া সেতুর অবশিষ্ট নির্মাণ কাজের উদ্ধোধন করতে এসে সোমবার বিকেলে যোগাযোগ মন্ত্রী এ মন্তব্য করেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সোমবার ঢাকায় প্রেস ব্রিফিংয়ের অভিযোগ করেন, ‘সারাদেশে যৌথবাহিনীর অভিযানের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে। সর্বত্র এক সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি করা হয়েছে।’

তিনি অভিযোগ করে আরও বলেন, ‘সাতক্ষীরার তালায় ছাত্রদল নেতাসহ শতাধিক নেতাকর্মীকে বিনা বিচারে হত্যা করা হয়েছে।’

যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের জবাবে বলেন, ‘জনগণকে বাদ দিয়ে ১৮ দলীয় জোট নাশকতা ও সহিংসতার যে আন্দোলন করেছিল তা ব্যর্থ হওয়ায় এখন তারা নিজেদের ভুল বুঝতে পেরেছে। সেই ভুল সংশোধনের মাধ্যমে তারা উপজেলা নির্বাচনে আসার যে ইঙ্গিত দিয়েছে তা ইতিবাচক।’

যোগাযোগ মন্ত্রী বলেন, ‘যারা মায়ের কোলের শিশু, নিরীহ বাসযাত্রী, নির্বোধ পশুকে পেট্রোল বোমা দিয়ে মেরেছে, তারাই বলতে পারবেন কারা সহিংসতার রাজনীতির সঙ্গে জড়িত।’

তিনি পাল্টা প্রশ্ন রেখে বলেন, ‘সহিংসতার রাজনীতির কাছে আওয়ামী লীগের যে ১৭ কর্মী, ৪৭ বাসচালক ছাড়াও বার্ন ইউনিটে যারা পুড়ে মরেছেন, এর জবাব কে দেবে?’

ঢাকা- ১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান, ঢাকা- ১৬ আসনের আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লা, সাভার উপজেলা চেয়ারম্যান ফিরোজ কবীর, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাহাব উদ্দিন খান, নির্বাহী প্রকৌশলী আহসান উদ্দিন, সহকারী প্রকৌশলী শাখাওয়াত হোসেন শামীমসহ যোগাযোগ মন্ত্রণালয় এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এনএইচ/এমএআর/জানুয়ারি ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর