thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

দাতাদের অর্থ ছাড় বেড়েছে

২০১৪ জানুয়ারি ২৭ ১৮:৩৫:৩৩
দাতাদের অর্থ ছাড় বেড়েছে

জোসনা জামান, দ্য রিপোর্ট : বৈদেশিক সহায়তার অর্থ ছাড়ের পরিমাণ বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) ছাড় হয়েছে মোট ১৩০ কোটি ৯৩ লাখ ১০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে ঋণ হচ্ছে ১০৭ কোটি ৭১ লাখ এবং অনুদান ২৩ কোটি ২২ লাখ ১০ হাজার মার্কিন ডলার। যা গত অর্থবছরের প্রায় কাছাকাছি। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সর্বশেষ হিসাব অনুযায়ী এ সব তথ্য জানা গেছে।

গত অর্থবছরের (২০১২-১৩) একই সময়ে (ছয় মাসে) অর্থ ছাড়ের পরিমাণ ছিল মোট ১৩০ কোটি ৮৭ লাখ ৪০ লাখ টাকা। এর মধ্যে ঋণের পরিমাণ ১০৫ কোটি ৩৯ লাখ এবং অনুদান হচ্ছে ২৫ কোটি ৪৮ লাখ ৪০ হাজার টাকা।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব আরাস্তু খান বলেন, ‘অর্থ ছাড় বাড়ছে। আশা করছি চতুর্থ কোয়ার্টারে গিয়ে অনেক বেশি ছাড় হবে। এটি নির্ভর করছে প্রকল্প বাস্তবায়নের ওপর। বর্তমানে প্রকল্প বাস্তবায়নও বাড়বে সেই সঙ্গে বাড়বে অর্থ ছাড়ও।’ অন্যদিকে প্রতিশ্রুতির পরিমাণ খুব বেশি বাড়েনি। এখনো গত অর্থবছরের ছয় মাসের সমান পর্যায়ে যেতে পারেনি। চলতি অর্থবছরের ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) দাতাদের প্রতিশ্রুতির পরিমাণ ছিল ১৫৪ কোটি ১৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে ঋণ ১২৬ কোটি ৪৭ লাখ এবং অনুদান ২৭ কোটি ৭২ লাখ ৪০ হাজার মার্কিন ডলার।’

এদিকে গত অর্থবছরের একই সময়ে প্রতিশ্রুতির পরিমাণ ছিল ২১০ কোটি ৯৭ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে ঋণ ছিল ১৬৮ কোটি ৫১ লাখ এবং অনুদান ৪২ কোটি ৪৬ লাখ ৭০ হাজার মার্কিন ডলার।

চলতি অর্থবছরের ছয় মাসে বাংলাদেশের ঋণ পরিশোধের পরিমাণ দাঁড়িয়েছে ৫০ কোটি ৫৭ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে আসল ৪১ কোটি ১৫ লাখ ৮০ হাজার এবং সুদ হচ্ছে ৯ কোটি ৪১ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।

গত অর্থবছরের একই সময়ে ঋণ পরিশোধের পরিমাণ ছিল মোট ৫১ কোটি ৪ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে আসল ৪০ কোটি ৭১ লাখ ৬০ হাজার এবং সুদ ১০ কোটি ৩৩ লাখ ৩০ হাজার মার্কিন ডলার।

৬ মাসে সবচেয়ে বেশি অর্থ ছাড় করেছে বিশ্বব্যাংক। সংস্থাটি ঋণ ও অনুদান মিলে ৪৯ কোটি ৮০ লাখ ৬০ হাজার মার্কিন ডলার দিয়েছে। এরপরই রয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক ৩২ কোটি ২২ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। তৃতীয় অবস্থানে থাকা জাইকা দিয়েছে ২১ কোটি ৫১ লাখ ১০ হাজার মার্কিন ডলার। এরপরই চীন ৭ কোটি ৬২ লাখ ৭০ হাজার এবং ভারত দিয়েছে ৬ কোটি ৬৩ লাখ ৮০ হাজার মার্কিন ডলার।

ইআরডি সূত্র জানায়, এর আগে ৫ মাসে (জুলাই-নভেম্বর) ছাড় হয়েছিল ৯৮ কোটি ৭৩ লাখ ৪ হাজার মার্কিন ডলার। এর মধ্যে ঋণ হচ্ছে ৭৪ কোটি ৭০ লাখ ২ হাজার এবং অনুদান ২৪ কোটি ৬৬ লাখ ২ হাজার মার্কিন ডলার।

দাতাদের বৈদেশিক সহায়তার প্রতিশ্রুতি ৫ মাসে এসেছিল ১৪৩ কোটি ৭৩ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে ঋণ ১২৬ কোটি ২৫ লাখ এবং অনুদান ১৭ কোটি ৪৮ লাখ ৭০ হাজার মার্কিন ডলার।

(দ্য রিপোর্ট/জেজে/এনডিএস/এনআই/জানুয়ারি ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর