thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

লালমোহনে দুর্ঘটনায় নিহত ১

২০১৪ জানুয়ারি ২৭ ২০:১৫:২৬
লালমোহনে দুর্ঘটনায় নিহত ১

ভোলা সংবাদদাতা : জেলার লালমোহন উপজেলার নাঙ্গলখালী এলাকায় টেম্পু থেকে ছিটকে পড়ে ইউসুফ হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার দুপুর দু’টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইউসুফ হোসেন লালমোহন পৌরসভার চার নম্বর ওয়ার্ডের নয়ানী গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, দুপুরে ইউসুফ হোসেন টেম্পুতে করে লালমোহন থেকে গাজারিয়া যাচ্ছিলেন। পথে লাঙ্গলখালী এলাকায় হঠাৎ টেম্পু থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন তিনি। আহতাবস্থায় উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় টেম্পুটি আটক করা হলেও চালক পলাতক রয়েছে বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/জেএস/এমএইচও/এনডিএস/আরকে/জানুয়ারি ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর