thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

ফরহাদ মজহারকে গ্রেফতারের আল্টিমেটাম

২০১৩ নভেম্বর ০২ ১৬:৫৩:৫৫
ফরহাদ মজহারকে গ্রেফতারের আল্টিমেটাম

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : ফরহাদ মজহারকে গ্রেফতারের আল্টিমেটাম দিয়ে সাংবাদিক নেতা শাবান মাহমুদ বলেন, ‘শনিবারের মধ্যে ফরহাদ মজহারকে গ্রেফতার করা না হলে রবিবার থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করবে সাংবাদিকরা।’

একাত্তর টেলিভিশনের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে একাত্তর টেলিভিশনসহ অন্যান্য গণমাধ্যমে বোমা হামলার প্রতিবাদে শনিবার সকালে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ফরহাদ মজহার গণমাধ্যমের ওপর হামলা চালানোর জন্য উস্কানিমূলক কথা বলেছেন। তিনি নিজেকে গণমাধ্যমের মানুষ বলে দাবি করেন, কিন্তু কাজ করেন গণমাধ্যমের বিপক্ষে।

গণমাধ্যমের নিরাপত্তার উল্লেখ করে তিনি আরো বলেন, গণমাধ্যমের ওপর হামলা আর স্বাধীনতার ওপর হামলা এককথা। গণমাধ্যমকে নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব। আজকে আমাদের ওপর জামায়াত-শিবির যেভাবে হামলা চালাচ্ছে, সেইভাবে চলতে থাকলে কাজ করা কঠিন হয়ে পড়বে।

সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক ‘ফরহাদ মজহার’কে কুলাঙ্গার আখ্যায়িত করে বলেন, তিনি স্বাধীনতার সময়ও দেশের শত্রু ছিলেন, এখনও দেশের শত্রু। তিনি সাংবাদিকদের শত্রু আখ্যায়িত করে তাদের হত্যা করার নির্দেশ দিয়েছেন। তাকে রবিবারের মধ্যে গ্রেফতার করা না হলে এই রাজপথে কোনো গাড়ি চলবে না।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শায়েখ চৌধুরী সরকারকে সতর্ক করে বলেন, যারা গণমাধ্যমের ওপর হামলা চালাচ্ছে তাদের যদি ৪৮ ঘন্টার মধ্যে আইনের আওতায় আনা না হয় তবে পরিণতি ভালো হবে না।

ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল ‘ফরহাদ মাজহার’কে উদ্দেশ্য করে বলেন, আপনি আপনার অপকর্ম ঢাকার জন্য এখন রাজনীতির আশ্রয় নিচ্ছেন। রাজনীতির আশ্রয় না নিয়ে যাদের হাতে আজকে মিডিয়া নির্যাতিত হচ্ছে, আপনি তাদের বিরুদ্ধে থাকুন।

তিনি বলেন, একাত্তর চ্যানেলকে লক্ষ্য করে সেদিন হামলা চালানো হয়েছিল। এরপর থেকে একের পর এক হামলা ও নির্যাতনের স্বীকার হতে হয়েছে সাংবাদিকদের। এমন ঘটনা চলতে থাকলে আমাদের কাজ করা কঠিন হয়ে পড়বে।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক নেতা আলতাফ মাহমুদ, সাইফুল ইসলাম তালুকদারসহ চ্যানেল একাত্তরের কর্মীবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সাংবাদিকরা।

(দিরিপোর্ট২৪/মৌমিতা/ডব্লিউএস/এমডি/নভেম্বর ০২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর