thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৫ জমাদিউস সানি 1446

বাণিজ্য মেলায় বিজিবি মোতায়েন

২০১৪ জানুয়ারি ২৭ ২০:১৭:০২
বাণিজ্য মেলায় বিজিবি মোতায়েন

দ্য রিপোর্ট প্রতিবেদক : অধিকতর নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। সোমবার সকাল থেকে মেলা প্রাঙ্গণে বিজিবির সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত দায়িত্ব পালন করবেন তারা।

মেলার শুরুতে নিরাপত্তার দায়িত্ব পালন করছিল পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) ও সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ। মেলার ১৬ দিন পার হওয়ার পর বিজিবি সদস্যদের মোতায়ন করা হয়েছে। এতে মেলার আসা দর্শনার্থীদের মনে কৌতূহল জেগেছে।

মেলার নিরাপত্তা সম্পর্কে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, ‘মেলায় এরইমধ্যে দর্শনার্থীদের উপস্থিতি অনেকাংশে বেড়েছে। এতে করে নাশকতার আশঙ্কায় এক প্লাটুন বিজিবি নামানো হয়েছে।’

(দ্য রিপোর্ট/আরএ/এনডিএস/আরকে/জানুয়ারি ২৭,২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর