thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

এরশাদ-হাওলাদারকে ছাড়াই বৈঠক করবেন রওশন

২০১৪ জানুয়ারি ২৭ ২০:২৬:৩৭
এরশাদ-হাওলাদারকে ছাড়াই বৈঠক করবেন রওশন

দ্য রিপোর্ট প্রতিবেদক : সংসদে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে প্রথমবারের মতো মঙ্গলবার সকাল ১১টায় বসতে যাচ্ছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। সংসদে রওশনের কার্যালয়েই বসবে বিরোধী দলের সংসদীয় দলের এ বৈঠক।

জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক আবুল হাসান আহমেদ জুয়েল দ্য রিপোর্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে মঙ্গলবার রওশন এরশাদের সঙ্গে সংসদ ভবনে যাচ্ছেন না জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এমপি ও মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি।

এ বিষয়ে রুহুল আমিন হাওলাদার দ্য রিপোর্টকে বলেন, ‘আগামীকাল (মঙ্গলবার) আমি আমার নির্বাচনী এলাকায় যাব। তাই সংসদ ভবনে যেতে পারছি না। নির্বাচনী এলাকায় না গেলে থাকতাম। ’

(দ্য রিপোর্ট/সাআ/এনডিএস/আরকে/জানুয়ারি ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর