thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বাংলাদেশের বিপক্ষে পরিকল্পনা সফল হয়েছে : ইরাঙ্গা

২০১৪ জানুয়ারি ২৭ ২১:০৮:২৬
বাংলাদেশের বিপক্ষে পরিকল্পনা সফল হয়েছে : ইরাঙ্গা

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশের বিপক্ষে পরিকল্পনা সফল; ঠিক এমটাই বলেছেন বাংলাদেশের ব্যাটসম্যানদের কাঁপিয়ে দেয়া বোলার ইরাঙ্গা। সিরিজ শুরু করার আগে পাকিস্তানের বিপক্ষে আরব আমিরাতে সিরিজ খেলে এসেছেন। আরবের কন্ডিশনে দারুণ করা পেসার সামিন্দা ইরাঙ্গা সোমবার ঢাকা টেস্টেও সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন।

সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কা দলের প্রতিনিধি হয়ে উপস্থিত হয়েছেন ইরাঙ্গা বলেছেন, ‘হ্যাঁ পরিকল্পনা করে নেমেছি; এবং সফলও হয়েছি।’ বাংলাদেশকে শট বলে ঘায়েল করার পরিকল্পনা সফল; তিনি বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে খেলে এসে এখানে খেলাটা কী খুব সহজ হয়েছে। আবুধাবি ও শারজাহর উইকেট সম্পূর্ণ ভিন্ন। ওখানে বোলিং করাটা কঠিন ছিল।’

তিনি আরো বলেছেন, ‘আবুধাবির তুলনায় বাংলাদেশের কন্ডিশনে বোলিং করাটা সহজ। কারণ এখানে কিছুটা ঠাণ্ডা। বল করতে বেশ ভালো লেগেছে। লং স্পেল করতে কোনো সমস্যা হয়নি আমার।’

(দ্য রিপোর্ট/এএস/ওআইসি/এনআই/জানুয়ারি ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর