thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

খালেদা জিয়ার সঙ্গে আইনজীবীদের মতবিনিময়

২০১৪ জানুয়ারি ২৭ ২১:১৩:১৪
খালেদা জিয়ার সঙ্গে আইনজীবীদের মতবিনিময়

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন ও ১৯ দলীয় জোট নেতা খালেদা জিয়া জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে মতবিনিমর করেছেন।

গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সোমবার রাত পৌনে ৯টায় এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

আসন্ন ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী প্যানেল ঠিক করতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে। ২৬ ও ২৭ ফেব্রুয়ারি এ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।

মতবিনিময়ে উপস্থিত আছেন- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান শমসের মোবিন চৌধুরী, উপদেষ্টা পরিষদের সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ব্যারিস্টার শাহজাহান ওমর, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোরশেদ মিয়া আলম, অ্যাডভোকেট লুৎফর আলম, অ্যাডভোকেট মকবুল হোসেন ফকির, অ্যাডভোকেট আব্দুল্লাহ মাহামুদ হাসান, অ্যাডভোকেট মোহাম্মাদ মহসিন মিয়া, অ্যাডভোকেট বোরহানন উদ্দিন, অ্যাডভোকেট গোলাম মোস্তফা খান, অ্যাডভোকেট মোহাম্মদ ইকবাল হোসেন, অ্যাডভোকেট মল্লিক শফি উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট শাহ মোহাম্মদ শাহাবুদ্দিন, অ্যাডভোকেট একেএম সোহরাব, অ্যাডভোকেট শামীমা আক্তার শাম্মী, অ্যাডভোকেট আজিজুল ইসলাম খান বাচ্চু, অ্যাডভোকেট আব্দুল খালেক, অ্যাডভোকেট আবুল কালাম খান, অ্যাডভোকেট এখলাসুর রহামন, অ্যাডভোকেট আব্দুস সামাদ, অ্যাডভোকেট খন্দকার দিদারুল ইসলাম প্রমুখ।

(দ্য রির্পোট/ টিএস-এমএইচ/এমএআর/জানুয়ারি ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর