thereport24.com
ঢাকা, শনিবার, ৫ জুলাই 25, ২১ আষাঢ় ১৪৩২,  ৯ মহররম 1447

আশুলিয়ায় বাসের চাপায় স্কুলছাত্র নিহত

২০১৪ জানুয়ারি ২৭ ২১:১৬:২৫
আশুলিয়ায় বাসের চাপায় স্কুলছাত্র নিহত

সাভার সংবাদদাতা : আশুলিয়ায় যাত্রীবাহী বাসের চাপায় জিহাদ (৮) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছেন। আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া এলাকায় সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

জিহাদ বাড়ইপাড়া এলাকার স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল।

হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি দ্য রিপোর্টকে জানান, সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র মারা গেলেও ঘাতক বাসটি আটক করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দুপুরের দিকে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া এলাকায় রাস্তা পার হচ্ছিল স্কুলছাত্র জিহাদ। এ সময় পেছন থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি দ্রুতগতির বাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই জিহাদের মৃত্যু হয়।

(দ্য রিপোর্ট/এনএইচ/এমএইচও/এমএআর/জানুয়ারি ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর