thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত রবিবার

২০১৩ নভেম্বর ০২ ১৬:৫৭:৩১
পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত রবিবার

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : ১৮ দলের ডাকা ৬০ ঘণ্টার হরতালের জন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা পেছাতে পারে। এ সিদ্ধান্ত চূড়ান্ত হবে রবিবার।

ঢাকা বোর্ডের দায়িত্বশীল এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দিরিপোর্ট২৪কে বলেন, ‘৪ নভেম্বর শুরু হতে যাওয়া জেএসসি-জেডিসি পরীক্ষা হরতালের আওতামুক্ত রাখা হয়নি বলে আমরা শুনেছি। ফলে পরীক্ষার সময় পরিবর্তন করার সম্ভাবনাই বেশি।’

ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম ওয়াহিদুজ্জামান দি রিপোর্ট২৪কে বলেন, ‘রবিবার দুপুরে সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সংবাদ সম্মেলনে করবেন। সেখানেই মন্ত্রী মহোদয় হরতালে পরীক্ষা পেছানো হবে কিনা সে বিষয়ে জানাবেন।’

এবারের জেএসসি ও জেডিসি পরীক্ষা ৪ নভেম্বর শুরু হয়ে ২০ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। প্রায় ২১ লাখ পরীক্ষার্থী এতে অংশ নেওয়ার কথা রয়েছে।

(দিরিপোর্ট২৪/এসআর/এইচএস/এমডি/নভেম্বর ০২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর