thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

রাবির ‘ই’ ইউনিটের ফল প্রকাশ

২০১৪ জানুয়ারি ২৭ ২২:০৯:২৪
রাবির ‘ই’ ইউনিটের ফল প্রকাশ

রাবি সংবাদদাতা : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষ ‘ই’ ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষার ফল সোমবার রাত ৯টার সময় প্রকাশ করা হয়েছে।

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মো. আনসার উদ্দিন দ্য রিপোর্টকে জানান, রাত ৯টার সময় সামাজিক বিজ্ঞান অনুষদের ফলাফল নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া হয়েছে। তবে মঙ্গলবার সকাল ৯টার মধ্যে বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট (www.ru.ac.bd.com) ফলাফল প্রকাশ করা হবে।

৭৪২ আসনের বিপরীতে জোড় রোল নাম্বারদের মধ্য থেকে ১২৪৭ জনকে ১৫ ফেব্রুয়ারি এবং বিজোড় রোল নাম্বারদের মধ্য থেকে ১২১৫ জনকে ১৩ ফেব্রুয়ারি সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।

উল্লেখ্য, ২৪ জানুয়ারি ওই ইউনিটের জোড় ও বিজোড় দুই শিফটে এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের পরীক্ষা গ্রহণ করা হয়। এবার ‘ই’ ইউনিটে ৩০ হাজার ২৭৪ জন শিক্ষার্থী আবেদন ফরম পূরণ করেছিল।

(দ্য রিপোর্ট/এমএএ/এমএইচও/এপি/জানুয়ারি ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর