thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

সিরিয়ার শান্তি আলোচনায় অচলাবস্থা

২০১৪ জানুয়ারি ২৭ ২২:১২:৪৬
সিরিয়ার শান্তি আলোচনায় অচলাবস্থা

দ্য রিপোর্ট ডেস্ক : সিরিয়ার সরকার ও বিরোধীপক্ষের মধ্যে কোনো ধরনের সমঝোতা না হওয়ায় অচলাবস্থা দেখা দিয়েছে জেনেভা-২ শান্তি আলোচনায়। খবর আলজাজিরার।

বিরোধীদের দাবি, আলোচনায় ‘ডিক্লারেশন অব প্রিন্সিপালস’ নামে সরকারপক্ষ থেকে যে প্রস্তাব উপস্থাপন করা হয়েছে তা আলোচনার মূল উদ্দেশ্য পূরণে ব্যর্থ হয়েছে।

বিরোধীদের প্রধান আলোচক হাদি আল বাহরা সোমবার রয়র্টাসকে বলেন, ‘সরকারপক্ষের এ ঘোষণা অন্তর্বর্তী সরকার গঠনের বিষয়ে জেনেভা ফ্রেমওয়ার্কের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।’

তিনি বলেন, ‘এটি মূল সমস্যাকে চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে।’

প্রসঙ্গত, সরকারপক্ষের প্রস্তাবিত ‘ডিক্লারেশন অব প্রিন্সিপালস’ এ বলা হয়, সিরিয়ার জনগণ যে কোনো ধরনের বিদেশি ফ্রেমওয়ার্ক ও হস্তক্ষেপ ছাড়াই নিজেদের রাজনৈতিক পদ্ধতি পছন্দ করার ক্ষমতা রাখে।

এ ছাড়াও ওই প্রস্তাবে উল্লেখিত সিরিয়ায় বিদেশি দেশগুলোর বিদ্রোহীদের অস্ত্র, প্রশিক্ষণ, আশ্রয় ও নাশকতায় সহযোগিতা বন্ধের বিষয়টিও মেনে নেয়নি বিরোধীপক্ষ।

বিরোধীদের দাবি ছিল, ২০১২ সালের জেনেভা শান্তি আলোচনার চুক্তির ভিত্তিতে দ্বিতীয় দফার এ আলোচনার মধ্যে দিয়ে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতা ছাড়বেন এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দেবেন।

সরকারপক্ষ থেকে জানানো হয়েছে, সম্মেলনে আসাদের শাসনের বিষয়ে কোনো বিতর্ক উপস্থাপন করা হয়নি।

সরকারপক্ষের দাবি, সাংবিধানিক সময়সীমা পার হওয়ার পর আসাদের শাসনের বিষয়ে সিরিয়ার জনগণই সিদ্ধান্ত নেবে এবং বিদেশি শক্তি দ্বারা তা প্রভাবিত হবে না।

তবে জেনেভা-২ শান্তি আলোচনার মধ্যস্ততাকারী জাতিসংঘ-আরব লীগের বিশেষ দূত লাখদার ব্রাহিমী আলোচনায় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের চেয়ে মানবিক সাহায্যের বিষয়ে বেশি জোর দিয়েছেন।

জেনেভা-২ শান্তি আলোচনাকে ঘিরে আশা করা হচ্ছিল যে, এর মাধ্যমে সিরিয়ার প্রায় তিন বছর ধরে চলা গৃহযুদ্ধের অবসান ঘটবে।

(দ্য রিপোর্ট/এআইএম/এসকে/জানুয়ারি ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর