thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

সরকার সফল হবে

২০১৪ জানুয়ারি ২৭ ২২:২৩:১৩
সরকার সফল হবে

দ্য রিপোর্ট প্রতিবেদক : আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে সোমবার দলটির আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সরকারের সফলতার আশাবাদ ব্যক্ত করা হয়। একই সঙ্গে ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ায় নির্বাচন কমিশন ও সর্বদলীয় সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হয়।

নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিও কৃতজ্ঞতা জানানো হয় ওই বৈঠক থেকে।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমির। বৈঠক শেষে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সব তথ্য জানান দলটির উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস এমপি।

বৈঠকে ধর্মীয় সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃ-জাতি গোষ্ঠীর ওপর সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে জনগণকে সামাজিক ও রাজনৈতিকভাবে সচেতন এবং তা প্রতিরোধে আহ্বান জানানো হয়।

শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন সরকারকে বন্ধুপ্রতিম রাষ্ট্র ও সরকার প্রধানগণ যে অভিনন্দন ও সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেছেন- এ জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার উত্তরোত্তর দেশবাসীর শান্তি, অগ্রগতি ও উন্নয়নে কাজ করার পাশাপাশি বহির্বিশ্বে বাংলাদেশের স্বার্থ আরও বেশি সমুন্নত রাখবে- এমন আশাবাদও ব্যক্ত করা হয় ওই বৈঠক থেকে।

বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক মন্ত্রী মুহাম্মদ ফারুক খান এমপি, যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি এমপি, সাবেক সংসদ সদস্য নিলুফার জাফরউল্লাহ, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ এমপি, সাবেক সংসদ সদস্য নাজমা আক্তার, কাজী নাবিল আহমেদ এমপি, সৈয়দ আব্দুল আউয়াল শামীম, আমিনুল ইসলাম, খান মইনুল ইসলাম মোস্তাক, ব্যারিস্টার বিপ্লব বড়–য়া, ফরহাদ হোসেন, ফকরুল ইসলাম মুন্সি, হুমায়ুন আক্তার কামাল প্রমুখ।

((দ্য রিপোর্ট/বিকে/এমএআর/জানুয়ারি ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর